পোস্টগুলি

Domain registration service provider in Uttara,

In IT world domain hosting is also very important to run anybody's website. So people are also like to getting this service. But without the better domain registration you can not get all the facilities in your site. Basically to open a company you need a website which is must be registered. So registered website must needed to open website. But for you it will look difficult for you to do this. So you need a company who can be reliable for your website. In that case many  companies are giving the total support in every case of domain registration. A registered domain can be very helpful to your business.  When you get the registered  domain, you may get a lot of choices accessing to change your own contact names, DNS servers, lock domains, modify redirection and much more. In addition to very simple and incredibly quick control panel which will give you immediate results, every domain may include free url, e-mail providers, pop3 mail box, DNS providers, 2 site Creator...

ব্লগিং করুন এবং আয় করুন।

মার্কেটপ্লেসের কাজ না হলেও অনলাইনে ক্যারিয়ার গড়ার অন্যতম উপায় হচ্ছে ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং । বাংলাদেশ থেকেই এখন প্রচুর তরুণ-তরুণী ব্লগিং ও অ্যাফিলিয়েটের মাধ্যমে নিজেদের স্মার্ট ক্যারিয়ার নিশ্চিত করেছেন । এ খাত থেকে প্রতিমাসে ২ থেকে ১০ হাজার ডলার আয় করছেন এমন সফল ব্লগার ও অ্যাফিলিয়েট মার্কেটারের সংখ্যাও এখন অনেক । ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং প্রায় একই বিষয় । দুটিই একটি ওয়েবসাইটের মাধ্যমে করা সম্ভব । ব্লগিং এর মাধ্যমে শুধু টাকা নয়, পাওয়া যায় বিপুল সম্মানও । আন্তর্জাতিক বিশ্বে ব্লগার সাংবাদিক হিসেবেও এখন গণ্য করা হয় । স্মার্ট ক্যারিয়ার হিসেবে তাই ব্লগিং এখন ওয়েব উদ্যোক্তাদের মধ্যে হট টপিক । ব্লগিং এর মাধ্যমে অনেক উপায়েই আয় করা যায় । এর মধ্যে গুগল অ্যাডসেন্স আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় উপায় । সার্চ ইঞ্জিন জায়ান্টের এ বিজ্ঞাপন প্লাটফর্মের মাধ্যমে প্রতিমাসে ১০ হাজার ডলারের ওপরে আয় করছেন এমন ব্লগারের সংখ্যাও বাংলাদেশে রয়েছে । গুগল অ্যাডসেন্স এবং সরাসরি বিজ্ঞাপন স্পেস বিক্রিসহ নানা উপায়ে আয় করতে পারেন একজন ব্লগার । নিজের ব্লগার সাইটের মাধ্যমে একটি নির্দিষ্ট পণ্যকে সুপারিশ করেও (রে...

কম খরচে SEO করুন।

ইন্টারনেট বাণিজ্যের এ যুগে ওয়েবসাইট ছাড়া কোনো প্রতিষ্ঠান তো কল্পনাই করা যায় না । আবার ওয়েবসাইট থাকলেই কিন্তু এখন চলে না। এটি সর্বত্র পৌঁছে দিতে ব্যাপক মার্কেটিংয়েরও প্রয়োজন হয়। যা করানো হয় সবচেয়ে জনপ্রিয় ওয়েব ডিজাইনার কোম্পানী । ওয়েবসাইটকে সর্বত্র ছড়িয়ে দিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপায় । ওয়েবসাইটকে গুগলের প্রথম দিকে নিয়ে আসার যে কৌশল সেগুলোকেই মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয় । দিন দিন বিশ্বব্যাপী যত ওয়েবসাইট বাড়ছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজের ক্ষেত্রও অনেক বাড়ছে । আর এ হিসেবে ফ্রিল্যান্সার হতে চাওয়া তরুণ-তরুণীদের অন্যতম পছন্দ হতে পারে এ ক্ষেত্রটি । ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোর তথ্যানুসারে, একজন দক্ষ সার্চ ইঞ্জিন অপটিমাইজার মাসে ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন । প্রয়োজন সঠিক নির্দেশনা, প্রচেষ্টা, ধৈর্য এবং সময় । বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও এ পেশায় বেশ ভালো করছেন । জনপ্রিয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কিত ব্লফ এসইও এর ডাটা অনুযায়ী প্রতি ১০০ জন ফ্রিল্যান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজারদের মধ্যে ২৩ জনই নারী । আর এর মধ্যেই সার্চ ইঞ্জ...

কন্টেন্ট রাইটিং এর মাধ্যেমে কিভাবে ফ্রি লান্সিং করবেন।

অনলাইনে আয় করার সহজ ও সম্ভাবনাময় উপায় হলো লেখালেখি, যাকে আর্টিকেল রাইটিং বা কনটেন্ট রাইটিং বা কনটেন্ট ডেভেলপিং বলা হয় । যারা ইংরেজিতে ভালো তারাই লেখালেখিকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন । কনটেন্ট রাইটাররা বিভিন্ন কাজের জন্য কনটেন্ট লিখে থাকেন । ওয়েব কনটেন্ট ছাড়াও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য রিসোর্স বই, ব্রোশিউর, লিফলেট বা অন্যান্য প্রচারণার কাজে কনটেন্ট ডেভেলপ করা হয়ে থাকে । একজন কনটেন্ট ডেভেলপারের অনেক কাজের ক্ষেত্র রয়েছে । ক্ষেত্রগুলো হলো- কপিরাইটিং, ব্লগ লেখা, ওয়েব কনটেন্ট, প্রেস রিলিজ রাইটিং, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, সামারাইজেশন, রিজিউম রাইটিং, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইত্যাদি । লেখার বিষয়টি নির্ভর করে লেখকের দক্ষতা, রুচি, সহযোগিতা সর্বোপরি যে সাইট বা বিষয়ের জন্য লেখা হচ্ছে তার চাহিদার ওপর। এই জন্য আমাদের অবশ্যই ভালো কোনো ফ্রিলান্সিং কোম্পানিতে যোগাযোগ করতে হবে। তবে বিষয়বস্ত্ত যা-ই হোক না কেনো, একজন ওয়েব কনটেন্ট রাইটারকে কোনো নির্দিষ্ট টপিক নিয়ে রীতিমতো গবেষণা করে ডাটাবেজ তৈরি করতে হয় । উন্নত বিশ্বে একজন কনটেন্ট রাইটারকে সাংবাদিক বা গবেষক হিসেবেও অভিহিত করা হয় । বিষয়...

গ্রাফিক্স ডিজাইন শিখুন অল্প খরচে।

আপনি যদি ক্রিয়েটিভ বেপার গুলিতে আগ্রহি হোন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে গ্রাফিক্স ডিজাইন কারন আপনি আপনার সকল ধরনের প্রতিভা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যেমে দেখাতে পারেন । পার্টটাইম বা ফুলটাইম কাজ খুঁজছেন ? অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে অপেক্ষাকৃত বেশি আয় করতে চান ? তাহলে ভেবেচিন্তে নেমে পড়ুন গ্রাফিক্স ডিজাইনে । অন্যান্য চাকরির চেয়ে গ্রাফিক্স ডিজাইন পেশাটি সবচেয়ে নিরাপদ ও ঝামেলাহীন । নিরাপদ ও ঝামেলাহীন বলার কারণ হলো অন্যান্য পেশার বিপরীতে গ্রাফিক্স ডিজাইনারের কোনো কাজের অভাব হয় না । এই পেশা অনেক সম্মানজনক । ইন্টার‌্যাক্টিভ মিডিয়া , প্রমোশনাল ডিসপ্লে , জার্নাল , করপোরেট রিপোর্ট , মার্কেটিং ব্রোশিউর , সংবাদপত্র , ম্যাগাজিন , লোগো ডিজাইন , ওয়েবসাইট ডিজাইনসহ বিভিন্ন সেক্টরে কাজের চাহিদা রয়েছে । লোকাল মার্কেট বা অনলাইন মার্কেটপ্লেস যাই বলি না কেনো , প্রতিনিয়ত গ্রাফিক্স ডিজাইনের কাজের পরিমাণ বাড়ছে । ডিজাইনারদের বেতন নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিজাইনার স্যালারিজের মতে , একজন ডিজাইনার প্রতি বছরে গ্রাফিক্স ডিজাইন বা এ সম্পর্কিত চাকরি বা কাজ করে এক লাখ ডলার আয় করতে পারেন । সেই হিস...

ফ্রি লান্সিং করতে যা লাগবে।

ওয়েবডেভেলপমেন্টর প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য এই সময়ে বিশ্বের ছোট-বড় সকল ব্যবসা প্রতিষ্টান ছাড়াও ব্যাক্তিগত এবং সামাজিক ক্ষেত্রে ইন্টারনেট এর প্রয়োজন । সবাই চাচ্ছেন তার একটি নির্দিষ্ট অনলাইন ঠিকানা হোক । কারন , একটি ওয়েবসাইটের মাধ্যমে একটি প্রতিষ্ঠান একদিকে যেভাবে এর গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে , অপরদিকে অপরদিকে বিভিন্ন শহরে বা দেশে অবস্থিত নিজ নিজ শাখার সাথে আত্মঃযোগাযোগও সহজে এবং কম খরচে করতে পারে । বর্তমানে মোট ওয়েবসাইটের সংখ্যা প্রায় ৬৫ কোটি । প্রতিদিনই তৈরি হচ্ছে হাজার হাজার ওয়েবসাইট । এই বিপুল সংখ্যক ওয়েবসাইট তৈরির জন্য ডিজাইনের পাশাপাশি প্রয়োজন ওয়েব ডেভেলপমেন্টের । নতুন ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিংবা পুরনো ওয়েবসাইটকে নতুনভাবে ডেভেলপ করার জন্য প্রয়োজন ভালোমানের ওয়েব ডেভেলপার । এ কারণেই অনলাইন মার্কেটপ্লেসসহ লোকাল মার্কেটে ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা বেড়েই চলেছে । তাই নিঃসন্দেহে বলা যায় আপওয়ার্ক , ফ্রিল্যান্সার , ফাইভার ইত্যাদি জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেসগুলোতে সবচেয়ে চাহিদাসম্পন্ন ও নির্ভরযোগ্য কাজ ওয়েব ডেভেলপমেন্ট । আপওয়ার্ক এ প্রায় সবসময়ই ১০ হ...

ফ্রি লান্সিং কি?

বর্তমান সময়ে ইন্টারনেটে ফ্রিলান্সিং কথাটি একটি আলোচিত শব্দ । ইন্টারনেট যারা ব্যভার করে তাঁরা মোটামুটি ভাবে এই বিষয়ে অবগত । এটি বলতে মুলত যা বুঝায় কোনো একটি নির্দিষ্ট বিষয়ে কোনো কোম্পানি অথবা কোনো প্রতিষ্টানের জন্যে এককভাবে কাজ করা । একজন ফ্রিলান্সার যেসকল জায়গাতে কাজ পেতে পারেন তাহলো freelancer.com , upwork.com । ফ্রিলান্সাররা উন্নত বিশ্বের ছোট-বড় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোজেক্টে কাজ করে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে । উন্নত বিশ্বে এই কাজ করাতে গেলে প্রতিষ্ঠানের প্রচুর অর্থ খরচ হয় , তাই তারা মূলত এশিয়া এবং আফ্রিকা এর দক্ষ লোক দ্বারা তাদের কাজ অনলাইনএ করিয়ে থাকে । মুলত এটাকেই ফ্রিলান্সিং বলে । ঘরে বসেই বিদেশে গিয়ে কাজ করার সমমান এর অর্থ উপার্জন করা যায় বলে , যুব সমাজ এখন বিদেশে যাওয়ার থেকে ঘরে বসে ফ্রিলান্সিং করাকেই বেশি প্রাধান্য দিচ্ছে ।   ফ্রি লান্সিং  করতে কোন মূলধনের প্রয়োজন হয়না বলে আরও জনপ্রিয় হয়ে উঠেছে । দেশে বিদেশি অর্থও আসছে প্রচুর যে কারনে সরকারও উদ্যোগ নিয়েছে বিনা খরচে প্রশিক্ষণ দেওয়ার । কারন এটিও হবে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের মত লাভজনক সেক্টরে পরিন...