ফ্রি লান্সিং কি?

বর্তমান সময়ে ইন্টারনেটে ফ্রিলান্সিং কথাটি একটি আলোচিত শব্দ ইন্টারনেট যারা ব্যভার করে তাঁরা মোটামুটি ভাবে এই বিষয়ে অবগত এটি বলতে মুলত যা বুঝায় কোনো একটি নির্দিষ্ট বিষয়ে কোনো কোম্পানি অথবা কোনো প্রতিষ্টানের জন্যে এককভাবে কাজ করা একজন ফ্রিলান্সার যেসকল জায়গাতে কাজ পেতে পারেন তাহলো freelancer.com , upwork.com ফ্রিলান্সাররা উন্নত বিশ্বের ছোট-বড় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোজেক্টে কাজ করে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে উন্নত বিশ্বে এই কাজ করাতে গেলে প্রতিষ্ঠানের প্রচুর অর্থ খরচ হয়, তাই তারা মূলত এশিয়া এবং আফ্রিকা এর দক্ষ লোক দ্বারা তাদের কাজ অনলাইনএ করিয়ে থাকে মুলত এটাকেই ফ্রিলান্সিং বলে ঘরে বসেই বিদেশে গিয়ে কাজ করার সমমান এর অর্থ উপার্জন করা যায় বলে, যুব সমাজ এখন বিদেশে যাওয়ার থেকে ঘরে বসে ফ্রিলান্সিং করাকেই বেশি প্রাধান্য দিচ্ছে  ফ্রি লান্সিং করতে কোন মূলধনের প্রয়োজন হয়না বলে আরও জনপ্রিয় হয়ে উঠেছে দেশে বিদেশি অর্থও আসছে প্রচুর যে কারনে সরকারও উদ্যোগ নিয়েছে বিনা খরচে প্রশিক্ষণ দেওয়ার কারন এটিও হবে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের মত লাভজনক সেক্টরে পরিনত হচ্ছে তবে এই ক্ষেত্রে কাজ করার জন্য সার্টিফিকেট এর ও প্রয়োজন পড়ে না তবে ইংলিশ এ প্রচুর দক্ষ হতে হবে কিন্তু এই ক্ষেত্রে আপনাকে কাজ জানতে হবে আপনি যদি কাজে দক্ষ না হন তবে তারা কেন আপনাকে কাজ দিবে?? তাই সবার আগে কাজ শিখতে হবে, কাজ না শিখে টাকার লোভে পরলে আপনি কোনদিনই ফ্রীলাঞ্চিং এ দক্ষ হতে পারবেন নাতাই সবার আগে কাজ শিখুন তারপর মার্কেট প্লেস গুলুতে যান তারপর দেখবেন আপনার সাফল্য এর পিছে ছুটা লাগবে না সাফল্য আপনার পিছে ছুটবে যদি স্বনির্ভর চান তবে ভাল মত কাজ শিখে ফ্রিলান্সিং এ যোগদিন

মন্তব্যসমূহ

  1. Good Help post.

    If your need company website.
    I hope That is Better Website design company link Here https://kcirqueit.com/website-design-company/

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কম খরচে SEO করুন।

Freelancing service Provider In Bangladesh.

গ্রাফিক্স ডিজাইন শিখুন অল্প খরচে।