ফ্রি লান্সিং কি?
বর্তমান
সময়ে ইন্টারনেটে ফ্রিলান্সিং কথাটি একটি আলোচিত শব্দ । ইন্টারনেট যারা
ব্যভার করে তাঁরা মোটামুটি ভাবে এই বিষয়ে অবগত । এটি বলতে মুলত
যা বুঝায় কোনো একটি নির্দিষ্ট বিষয়ে কোনো কোম্পানি অথবা কোনো প্রতিষ্টানের জন্যে এককভাবে
কাজ করা । একজন
ফ্রিলান্সার যেসকল জায়গাতে কাজ পেতে পারেন তাহলো freelancer.com
, upwork.com ।
ফ্রিলান্সাররা উন্নত বিশ্বের ছোট-বড় প্রতিষ্ঠানের
বিভিন্ন প্রোজেক্টে কাজ করে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে । উন্নত বিশ্বে এই
কাজ করাতে গেলে প্রতিষ্ঠানের প্রচুর অর্থ খরচ হয়, তাই তারা মূলত এশিয়া এবং আফ্রিকা এর দক্ষ লোক দ্বারা তাদের কাজ অনলাইনএ করিয়ে
থাকে । মুলত
এটাকেই ফ্রিলান্সিং বলে । ঘরে
বসেই বিদেশে গিয়ে কাজ করার সমমান এর অর্থ উপার্জন করা যায় বলে,
যুব সমাজ এখন বিদেশে যাওয়ার থেকে ঘরে বসে ফ্রিলান্সিং করাকেই বেশি প্রাধান্য
দিচ্ছে । ফ্রি লান্সিং করতে কোন মূলধনের প্রয়োজন হয়না বলে আরও জনপ্রিয় হয়ে উঠেছে । দেশে বিদেশি অর্থও
আসছে প্রচুর যে কারনে সরকারও উদ্যোগ নিয়েছে বিনা খরচে প্রশিক্ষণ দেওয়ার । কারন এটিও হবে
বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের মত লাভজনক সেক্টরে পরিনত হচ্ছে । তবে এই ক্ষেত্রে
কাজ করার জন্য সার্টিফিকেট এর ও প্রয়োজন পড়ে না তবে ইংলিশ এ প্রচুর দক্ষ হতে হবে । কিন্তু এই ক্ষেত্রে
আপনাকে কাজ জানতে হবে । আপনি
যদি কাজে দক্ষ না হন তবে তারা কেন আপনাকে কাজ দিবে?? তাই সবার আগে কাজ শিখতে হবে, কাজ না শিখে টাকার লোভে
পরলে আপনি কোনদিনই ফ্রীলাঞ্চিং এ দক্ষ হতে পারবেন না।তাই সবার আগে কাজ শিখুন
তারপর মার্কেট প্লেস গুলুতে যান । তারপর দেখবেন আপনার সাফল্য এর পিছে
ছুটা লাগবে না সাফল্য আপনার পিছে ছুটবে । যদি স্বনির্ভর চান তবে ভাল মত কাজ
শিখে ফ্রিলান্সিং এ যোগদিন ।
Good Help post.
উত্তরমুছুনIf your need company website.
I hope That is Better Website design company link Here https://kcirqueit.com/website-design-company/